Court : অসমে পাচারের আগে ২৩ টি মহিষ সহ গ্রেপ্তার দুই
শিলিগুড়ি , ১৬ মে : অসমে পাচারের আগে ২৩ টি মহিষ সহ দু’জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃত দু’জনকে তোলা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ফাঁসিদেওয়া থানার পুলিশ ফাঁসিদেওয়ার এমডি বক্স এলাকায় একটি ছয় চাকা লরিকে আটক করে তল্লাশি চালানোর পর উদ্ধার ২৩ টি মহিষ । […]