শিলিগুড়ি , ১৬ অগাষ্ট : শিলিগুড়ির দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে ৫ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হল মোট ৫ জন।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার মালদা থেকে নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়িতে। শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাসেই এই ব্রাউন সুগারের হাত বদল হওয়ার কথা ছিল।
অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার বড় সাফল্য। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) ও শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম বরসাই কিস্কু (৩৬) এবং বন্ধন মাঝি (৪০)। দু’জনই দার্জিলিং এর বাসিন্দা।
এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে যে শিলিগুড়ির বাগরাকোট এলাকায় মাদক পাচার করা হবে। এরপর শিলিগুড়ি থানার পুলিশকে নিয়ে বাগরাকোট এলাকায় যৌথ অভিযান চালায় এসওজি।
বাগরাকোটে এফসিআই গোডাউন সংলগ্ন ২০ নম্বর গলিতে ৩ ব্যক্তিকে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের । যদিও পুলিশ দেখেই তিন জনের মধ্যে একজন পালিয়ে যায়।ধরা পড়ে যায় দু’জন।এরপর তল্লাশি চালাতেই তাদের স্কুটি থেকে উদ্ধার হয় ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।
বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন , উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এই চক্রে আরও বড় কোনো মাথা জড়িয়ে রয়েছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।