Fire : ডেমু শেডের গুদামে আগুন , ছাই লক্ষাধিক টাকার সামগ্রী
শিলিগুড়ি , ৫ ফেব্রুয়ারী : শিলিগুড়ি জংশনের ডেমু শেডের গুদামে গতকাল রাতে আগুন লাগে | পুড়ে ছাই হল লক্ষাধিক টাকার সামগ্রী । ঘটনাটি জানাজানি হয় আজ সকালে | যখন কর্মীরা কাজে আসেন | রাতে আরপিএফ এর কন্সটেবল নিরাপত্তার দায়িত্বে থাকে । কিন্তু কেন আগুনের ঘটনা কেউ জানতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠছে দপ্তরের অন্দরে […]