October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

East Bengal : শতবর্ষে ইস্টবেঙ্গল , উল্লাসে উদযাপন

শিলিগুড়ি , ১ অগাস্ট : বাংলার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালিত হল । শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্দ‍্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের বিকাশ ঘোষ সুইমিং পুলের সামনে ক্লাবের পতাকা উত্তোলন , কেক কাটা , বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিষ্টি মুখের মধ‍্য দিয়ে পালিত হল ক্লাবের শতবর্ষ উদযাপন।

শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সকল সদস‍্য সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ওর্য়াড কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ নান্টু পাল , মদন ভট্টাচার্য , অনুপ বোস বাবলু তালুকদার সহ একাধিক ব‍্যক্তিত্ব উপস্থিত থেকে এই বিশেষ দিনটি পালন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *