October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : রাঙ্গাপানিতে লাইনচ্যুত মালগাড়ি , ঘটনাস্থলে রেল কর্তারা

জলপাইগুড়ি , ১ অগাস্ট : রাঙ্গাপানিতে ফের দুর্ঘটনার কবলে ট্রেন । এবার মালগাড়ি | মালগাড়ির দুটি ওয়াগন লাইনচ্যুত হয় জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় |

রেল সূত্রের খবর , বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি ওয়াগন লাইনচ্যুত হয় । এর জেরে রাঙ্গাপানি রেলগেট বন্ধ রাখা হয়েছে । লাইনচ্যুত বগিগুলি মেরামতের কাজ চলছে । ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল কর্তারা । যদিও দুর্ঘটনার কারণ নিয়ে কেউই মন্তব্য করতে রাজি হননি।

গত জুন মাসে রাঙ্গাপানির কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল । তার দেড় মাসের মধ্যেই এদিন ওই এলাকায় লাইনচ্যুত হল মালগাড়ি । মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস । বারবার কেন ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটছে , তা নিয়ে তদন্তের দাবি উঠেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *