শিলিগুড়ি , ২৩ মে : শিলিগুড়ি শহরের যানজট সমস্যা মোকাবিলায় নতুন রাস্তা তৈরি করতে চলেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ । মঙ্গলবার , এমনটাই জানালেন SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ।
বর্তমানে শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট । সেই যানজট সমস্যা মোকাবিলায় নতুন রাস্তা তৈরি করার পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ । শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন এলাকা থেকে শুরু হবে ওই রাস্তা এবং মাটিগাড়া হাটে গিয়ে শেষ হবে । সেখানে ১২ ফিট চওড়া রাস্তা রয়েছে , যা বর্তমানে বেহাল দশায় পরে রয়েছে । ফলে নতুন করে সেই রাস্তা তৈরি করা হবে । চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান দ্রুত এই প্রকল্পের DPR তৈরি করে কাজ শুরু হবে।