September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Road : বুধকরণ জোত থেকে নকশালবাড়ি কলেজ পর্যন্ত রাস্তার সূচনা

শিলিগুড়ি , ১৩ জানুয়ারী : নকশালবাড়ির বুধকরণ জোত থেকে নকশালবাড়ি কলেজ পর্যন্ত এক কিলোমিটার রাস্তার সূচনা করলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ।‌ এসজেডিএ উদ্যোগে ১ কোটি ৩২ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা সাধারণ মানুষ ও কলেজ পড়ুয়াদের সুবিধা প্রদান করবে বলে চেয়ারম্যান জানান।

এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচনের মাধ্যমে এটির উদ্বোধন হয় । উপস্থিত ছিলেন এসজেডিএ সহকারী চেয়ারম্যান রাজেশ দুগ্গল ও অমর সিং রাই | শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *