September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Murder : ছাত্রী খুনের ঘটনায় রণক্ষেত্র আদালত চত্বর

শিলিগুড়ি , ২২ অগাস্ট : ছাত্রী খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তের ফাঁসির দাবিতে শিলিগুড়ি আদালতে বিক্ষোভ এলাকাবাসি ও মহিলাদের। অভিযুক্তকে আদালতে পেশ করার সময় তাকে মারধর করে ক্ষুব্ধ জনতা । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।

মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি আদালতে গিয়ে দোষীর ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আদালত চত্বরে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী । উল্লেখ্য গতকাল বিকেলে শিলিগুড়ির মাটিগাড়ার মোটাজোত এলাকায় এক নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার ভোর রাতে অভিযুক্ত মহম্মদ আব্বাসকে লেলিন কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করে ।

এদিন আদালত অভিযুক্তকে ১০ দিনের পুলিশী হেপাজত দেয় | আদালত থেকে পুলিশের গাড়িতে ওঠানোর সময় ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ে | উত্তেজিত জনতার দাবি তাদের হাতে তুলে দেওয়া হোক অভিযুক্তকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *