October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Siliguri : মহকুমা পরিষদ ঘেরাও এর হুঁশিয়ারি বামেদের

শিলিগুড়ি , ১ মার্চ : উন্নয়নে ব্যর্থ শিলিগুড়ি মহকুমা পরিষদ । এই অভিযোগ তুলে বুধবার নকশালবাড়িতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করল দার্জিলিং জেলা সিপিআইএম । শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও এর হুঁশিয়ারি দেন সিপিআইএম নেতৃত্ব ।


এদিন সিপিআইএম এর নকশালবাড়ির দলীয় কার্যালয় থেকে শুরু করে নকশালবাড়ি জুড়ে গনস্বাক্ষর সংগৃহীত করা হয় । উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক সমন পাঠক , সিটু জেলা সভাপতি গৌতম ঘোষ , নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক বিকাশ চক্রবর্তী সহ অন্যান্যরা ।


মহকুমা জুড়ে জমি মাফিয়া ও বালির কারবার চলছে । এলাকায় এলাকায় পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না গ্রামের বাসিন্দারা । সব মিলিয়ে মোট ১২ দফা দাবি জানিয়ে গনস্বাক্ষর কর্মসূচি শুরু করা হল । এক লক্ষ মানুষের গণস্বাক্ষর নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও করা হবে বলে জানান তিনি ।
আগামী ১৫ মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে । এদিন মহকুমা পরিষদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিটু জেলা সভাপতি গৌতম ঘোষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *