October 10, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Development : এক দিনেই ২১টি কাজের শিলান্যাস মহকুমা পরিষদের চার ব্লকে

শিলিগুড়ি , ৬ মার্চ : এক দিনেই ২১টি কাজের শিলান্যাস হল আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের চার ব্লকে | এলাকায় রাস্তা , ড্রেন , কমিউনিটি হল , গার্ড ওয়াল , পেভার্স ব্লকের রাস্তা ও শ্মশান ঘাট মিলিয়ে মোট ২১ টি প্রকল্পের শিলান্যাস হল মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের হাত ধরে । শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে মাটিগাড়া নকশালবাড়ি খড়িবাড়ি ও ফাঁসিদেওয়ায় এদিন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হয় ।

নকশালবাড়িতে এদিন মোট ১০টি প্রকল্পের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ । এদিন মানঝা চা বাগানের ২টি রাস্তা , বেলগাছি ও জাবরায় কমিউনিটি হল , বড় মনিরাম , কেটুগাবুর ও বেঙ্গাইজোতে শ্মশান ঘাট এবং রথখোলায় ড্রেন ও গার্ড‌ওয়াল কাজের শিলান্যাস করেন স্বয়ং সভাধিপতি ।

সভাধিপতি জানান , মহকুমায় মোট সাড়ে ৩ কোটি টাকার কাজের শিলান্যাস করা হল । শিলান্যাস করে এদিন বিজেপি সাংসদের কটাক্ষ করে তিনি জানান , সামনে লোকসভা নির্বাচনে মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে এই আশা র‌ইল ।

১৫ বছর বিজেপি সাংসদ এই এলাকায় থাকলেও কোনো উন্নয়ন এরা করেননি , উন্নয়ন করেননি বিধায়ক ও । তবে নির্বাচনের সামনে এই উন্নয়ন কাজ নয় মানুষের সুবিধার্থে এই উন্নয়ন চলছে আগামী দিনেও চলবে । রাস্তা, ড্রেন ও কমিউনিটি হল তৈরি হলে এলাকার সুবিধা হবে মত স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *