May 9, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Oxygen : টানেলে আটকে থাকা মানিক শোনালেন ১৮ ঘন্টা অক্সিজেন না পাওয়ার কথা

শিলিগুড়ি , ১ ডিসেম্বর : উত্তরকাশির সিলকাওয়ারা বারকৌট টানেল আটকে থাকা কোচবিহার জেলার তুফানগঞ্জের বরলামপুরের শ্রমিক মানিক তালুকদার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান । এদিন দুপুরে বিমান বন্দরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রামের মানুষ ও হাজির হন ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , যে মানিক বাবু বলেন বাড়ি ফিরতে পেরে ভাল লাগছে । ওই জায়গার পরিস্থিতি খুবই খারাপ ছিল তবে তারা ভয় পাননি। ১৭ দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে জানান , প্রথমে ১৮ ঘন্টা তারা অক্সিজেন পায়নি। পাম্প দিয়ে জল বের করার পর বুঝতে পারেন তারা ঠিক আছেন । তারপর তাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়। ১০ দিন তারা মুড়ি খেয়ে কাটিয়েছেন । তাদের সকলের মনোবল ছিল ।

রাজ্যে যদি তাদের কর্মসংস্থান দিত তাহলে বাইরে যেতে হত না । তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করেন যদি এখানে কাজের ব্যবস্থা করা হয় তাহলে ভাল হয়। আর যদি কাজ না করি তাহলে খাব কি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status