December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Rain : রম্ভিতে হরপা বানের জেরে ধস

শিলিগুড়ি , ১২ জুন : রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে রম্ভিতে হরপা বানের জেরে ধস ।
রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে রম্ভিতে হরপা বানের জেরে ধস । আর তাতে ক্ষতিগ্রস্থ হল একটি গ্রামের বেশ কয়েকটি বাড়ি । আতঙ্কে দিন কাটাচ্ছে গোটা গ্রাম। সোমবার সকাল থেকে উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল।


রবিবার রাত থেকে পাহাড় তরাই ডুয়ার্স সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়ে ভারী বৃষ্টিপাত । আর সেই বৃষ্টিপাতের জেরে রম্ভি এলাকায় নামে ধস। ধসের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ সহ ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের একাধিক বাড়ি । ধসের জেরে কর্ণ বাহাদুর ছেত্রী, পাপ্পু খাতি ও গিতা সিলাল নামে তিনজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *