December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Death : সিকিমে ধসের কবলে পড়ে মৃত্যু দুই শ্রমিকের

শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : ভিন রাজ্যে কাজে গিয়ে সিকিমে ধসের কবলে পড়ে মৃত্যু দুই শ্রমিকের | নিথর দেহকে ঘিরে শোকের ছায়া ধামিপাড়ায়।

সিকিমে কাজ করতে গিয়ে ধসের কবলে জলপাইগুড়ির ৫ শ্রমিক । আহত ৩ জন | মৃত দু’জন জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন ধামিপাড়া গ্রামের বাসিন্দা । মৃত রবি রায় ও সুধরাম ওরাওঁ ।

আহত প্রশান্ত রায় সহ তিন জনের চিকিৎসা চলছে শিলিগুড়ি একটি নার্সিং হোমে | মৃত দুই শ্রমিকের সঙ্গে সিকিমের পেলিঙে কাজ করা যুবক জগৎ রায় জানান , শুক্রবার সে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছেন , এরপরই এমন দু:সংবাদ ।

ঘটনা প্রসঙ্গে মৃত দুই পরিযায়ী শ্রমিকের বাড়ির এলাকার অঞ্চল প্রধান কৃষ্ণ দাস জানিয়েছেন , খুবই দুখঃজনক ঘটনা , মৃতদেহ গ্রামে পৌঁছেছে যথাযত ভাবে সৎকারের কাজ করা হয়েছে | তারা সন্তান হারানো দুই পরিবারের পাশে আছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *