December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Hill : ১০ নম্বর জাতীয় সড়ক ফের অবরুদ্ধ

শিলিগুড়ি , ২৯ জুন : আবারও ধস লিখুবীর এলাকায় । এবার ধসের জেরে লিখুবীর থেকে ২৮ মাইল পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । কোথাও আবার রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে বাংলা সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক ধরে যান চলাচল বন্ধ রয়েছে । এই পরিস্থিতিতে ঘুরপথে যান চলাচল হচ্ছে নির্দেশ জেলা প্রশাসনের ।

তবে শুধু ওই এলাকা নয় , শনিবার সকালে নতুন করে ধস নামে সেবকের করোনেশন সেতু সংলগ্ন এলাকাতে ও । তার জেরে ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে । এই পরিস্থিতিতে ওই পথ ধরে যান চলাচল স্বাভাবিক করতে pwd তরফে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ । তবে সঠিক কতক্ষণে রাস্তা স্বাভাবিক হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *