May 20, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

medical college : নাই সেটের গবেষণাগারের কাজ শুরু হতে চলেছে মেডিকেলে

শিলিগুড়ি , ৮ মে : অবশেষে জট কাটিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চালু হতে চলেছে নাই সেটের গবেষণাগার । আগামী ১৫ মে নাইসেটকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ একটি ভবন হস্তান্তর করবে |

সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও নাইসেট এর প্রতিনিধিদের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন। বৈঠকের পর , গৌতম দেব বলেন নাইসেটের চাহিদা মতো তাদের একটা পুরো তিন তলা বিল্ডিং আগামী ১৫ মে হস্তান্তর করব | তারপর তারা তাদের মতন করেই বিল্ডিংটি সাজিয়ে নেবে। আশা করছি পুজোর আগেই গবেষণাগার এখানে চালু হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status