October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tea Garden : চিতাবাঘের হানায় জখম এক মহিলা চা শ্রমিক

শিলিগুড়ি , ১১ এপ্রিল : শিলিগুড়ি মহকুমার বাগডোগরা চা বাগানে চিতাবাঘের হানায় জখম এক মহিলা চা শ্রমিক |
। জখম মহিলার নাম অঞ্জলি কেরকাট্টা ।


মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা চা বাগানে চা-পাতা তোলার সময় ওই মহিলার উপরে আক্রমণ চালায় একটি চিতাবাঘ । তারপরেই ওই মহিলা চিৎকার শুরু করলে সেখান থেকে পালিয়ে যায় চিতা বাঘটি । পরে চা বাগানের শ্রমিকরা আক্রান্ত জখম মহিলাকে উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়।

চিতা বাঘের হামলায় মহিলার চোখের মুখে ক্ষত হয়। এর আগেও ওই এলাকায় চিতাবাঘ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে । এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা বনদপ্তর |

অন্যদিকে চিতাবাঘ দেখতে পেয়ে অসুস্থ হয়ে পড়ে আরও এক চা শ্রমিক | অসুস্থ শ্রমিক শান্তি বড়াই কে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । ঘটনার উপর নজর রাখছে বাগডোগরা বনদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *