December 14, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Highway : জাতীয় সড়কে দুর্ঘটনা , আহত চালক

জলপাইগুড়ি , ৭ জুন : শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে উল্টে গেল একটি ১৮ চাকার পন্যবাহী ট্রাক । ঘটনাটি ঘটেছে গতকাল রাতে জলপাইগুড়ির অন্তর্গত হলদিবাড়ি মোড় এলাকায় । এই ১৮ চাকার গাড়িটি উল্টে গিয়ে পড়ে একটি বাড়িতে । সেই বাড়ির লোকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে গাড়িটি আসার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় । এরপর গাড়িটি উল্টে গিয়ে পড়ে একটি বাড়িতে ।

খবর পেয়ে পৌঁছায় কোতোয়ালী থানার পুলিশ ।পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । গাড়ির ভিতরে চালক সহ কর্মী আহত হন | তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *