July 27, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Check Post : বালি চুরি বন্ধ করতে উদ্যোগ , বসছে চেকপোস্ট

শিলিগুড়ি , ১৩ মার্চ : সম্প্রীতি বালাসন নদী থেকে বালি চুরি করতে গিয়ে মৃত্যু হয় দুই নাবালক সহ এক যুবকের | তারপরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন । বর্তমানে বালুচুরি রুখতে মাটিগাড়া বিডিও অফিস ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ফাঁসিদেওয়া মোড়ে বসানো হচ্ছে চেকপোস্ট । এই চেকপোস্ট থেকে ২৪ ঘন্টা নজরদারি চালাবে পুলিশ।

শুধু পুলিশ নয় পাশাপাশি বিডিও অফিসের কর্মীরাও উপস্থিত থাকবে চেক পোস্টে | কোন বালি পাথরের গাড়ি ধরা পরলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে , সেই গাড়ি ও গাড়ির মালিকের বিরুদ্ধে।
আজ ওই এলাকায় যেখানে চেকপোস্ট বসানো হবে সেই এলাকা পরিদর্শন করে দেখেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ মাটিগাড়া বিডিও । জানা গিয়েছে আগামীকালকের মধ্যেই বসানো হবে চেকপাস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *