September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : নদী ঘাট খোলার দাবিতে বিক্ষোভ

শিলিগুড়ি , ১৪ মার্চ : অবৈধভাবে বালি পাথর পাচার , রাতের অন্ধকারে বালি তোলা বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে মাটিগাড়ার বালাসন নদীর ঘাট | ঘাট বন্ধ করতে তৎপর হন জেলা প্রশাসন | অন্যদিকে ঘাট বন্ধ থাকায় কাজ বন্ধ হয়েছে কয়েক হাজার শ্রমিকের | বুধবার এলাকাবাসীরা ঘাট বন্ধ থাকায় বিক্ষোভে ফেটে পড়েন তারা বলেন তাদের সংসার রয়েছে |

নদীর ঘাট এখন বন্ধ থাকলে আগামী কিছুদিন পর বর্ষার সময় আবারও বন্ধ থাকবে | তাদের কাজ বন্ধ থাকলে তারা কি খাবেন | রাজ্য সরকারের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা । তারা বলেন শীঘ্রই এই ঘাট না খোলা হলে ভবিষ্যতে তারা পথ অবরোধ করতে বাধ্য হবেন | আরও বড় আন্দোলনে সামিল হবেন এলাকাবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *