September 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Help : মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলার সাহায্যে

শিলিগুড়ি , ২৯ মার্চ : মানসিক ভারসাম্যহীন গর্ভবতী এক মহিলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ডবাসীরা । বুধবার শিলিগুড়ি হাসপাতালে এক মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলেন ওয়ার্ডের বাসিন্দা নিত্য মজুমদার ।

নিত্য মজুমদার জানিয়েছেন , বেশ কয়েকদিন ধরে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা গর্ভবতী অবস্থায় ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর প্রাইমারি স্কুল চত্বরে ঘোরাফেরা করছিল । বুধবার হঠাৎ এ খেয়াল করেন অসুস্থ ওই মহিলা পেটে ব্যথায় চিৎকার করে কাঁদছে |

ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্তকে ফোন করলে ওয়ার্ডের বাসিন্দারা তড়িঘড়ি একটি অ্যাম্বুলেন্স করে দু’জন মহিলা সহ নিত্য মজুমদার শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে এসে তাকে ভর্তি করেন । ওই মহিলার নাম মালতি ঘোষ । স্বামীর নাম রতন ঘোষ | জানা গেছে তার বাড়ি জলেশ্বরী এলাকায়। তবে দীর্ঘদিন ধরে পুলিশ তাকে সহায়তা করতে গেলেও সে পুলিশের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *