October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Hospital : জেলা হাসপাতালে লিফট চালু হল

শিলিগুড়ি , ১৩ জুলাই : শিলিগুড়ি জেলা হাসপাতালে একটি লিফটের উদ্বোধন করার পাশাপাশি রোগী কল্যাণ সমিতির বৈঠক করলেন চেয়ারম্যান গৌতম দেব । বৈঠক শেষে তিনি জানিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে আরও একটি নতুন লিফট চালু হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালে । পাশাপাশি হাসপাতাল সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে ।


তিনি জানিয়েছেন হাসপাতালে বেশ কিছু মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে । পাশাপাশি সম্পূর্ণ হাসপাতাল মেরামতের জন্য ডিটেল প্লান এস্টিমেট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবনের অনুমোদন এলেই সেই কাজ ও শুরু হবে। এখন থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি থাকা সমস্ত রোগীদের দেওয়া হবে গাউন | বেসরকারি হাসপাতালে যেভাবে একটি বিশেষ ড্রেস দেওয়া হয় রোগীদের পড়ার জন্য ঠিক তেমনি ব্যবস্থা থাকবে এখন থেকে জেলা হাসপাতালেও ।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন শিলিগুড়ি জেলা হাসপাতালে একটি চাইল্ড মাদার হাব তৈরির প্রস্তাব ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে এবং সেই বিষয় নিয়ে স্বাস্থ্য ভবনের সাথে আলোচনা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *