December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য পুরসভার

শিলিগুড়ি , ১৭ অক্টোবর : নকশালবাড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদের |

গত রবিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় নকশালবাড়ি বাজারের মোট ৩৭ টি দোকান । পুজোর আগে এমন ঘটনায় রীতিমতো বিপাকে ব্যাবসায়ীরা ।

মেয়র গৌতম দেব , শিলিগুড়ি মহকুমা পরিষদের অরুন ঘোষ সহ অনেকেই পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন । তবে সরকারী সাহায্য একপ্রকার সময় সাপেক্ষ । এদিন এক বিশেষ বৈঠকের পর মেয়র গৌতম দেব জানান , মেয়র রিলিফ ফান্ড থেকে প্রত্যক দোকানদারকে ১৫ হাজার টাকা করে ও কাউন্সিলর ভাতা থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে সরকারী ভাবে সাহায্য করা হবে ।

অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ জানান , তাদের রিলিফ ফান্ড থেকে ২০ হাজার টাকা করে ও প্রত্যক বোর্ড সদস্য তাদের একমাসের ভাতা প্রত্যক ক্ষতিগ্রস্ত দোকানদারদের দেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *