October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Elephant : সেনা ছাউনি থেকে উদ্ধার মাঝ বয়সী হাতির মৃতদেহ

বিন্নাগুড়ি , ২৩ মে : সেনা ছাউনি থেকে উদ্ধার মাঝ বয়সী হাতির মৃতদেহ | হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনা ছাউনির নর্থ জোন হিলি ব্রিগেডের । বন কর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে ।


সেনা জওয়ানরা এদিন একটি মাঝ বয়সী পুরুষ হাতির মৃতদেহ দেখতে পায় সেনাছাউনির ভেতরে । বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের জানান সেনা জাওয়ানরা বিষয়টি ।
ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের আধিকারিকরা ।


উত্তরবঙ্গের যতগুলি হাইসেনসিটিভ এলিফ্যান্ট করিডর রয়েছে তার মধ্যে অন্যতম করিডর রয়েছে বিন্নাগুরি সেনা ছাউনির মধ্য দিয়ে । তাই প্রতিনিয়ত হাতির দল এই পথে চলাচল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *