September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Jungle : হাতির মুখে পড়ে প্রাণে বাঁচলেন এক পরিবার

শিলিগুড়ি , ৬ মে : হাতির মুখে পড়ে কোনক্রমে রক্ষা পেলেন একই পরিবারের তিনজন । বাগডোগরার ব্যাঙডুবি সেনাবাহিনীর ছাউনির ঘটনা।

গভীর রাতে মোটর সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন সন্তান সহ এক দম্পতি । সেই সময় জঙ্গল থেকে বের হওয়া একটি দাঁতালের মুখে পড়েন তারা । মোটর সাইকেল ফেলে কোনক্রমে প্রাণে বাঁচেন তিন জন। যদিও পরে দাঁতালটি জঙ্গলে ঢুকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *