October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

IMA : আইএমএ বেঙ্গল শাখা থেকে বরখাস্ত সুশান্ত রায়

জলপাইগুড়ি , ১২ সেপ্টেম্বর : ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বেঙ্গল শাখা মঙ্গলবার জলপাইগুড়িতে অবস্থিত চক্ষু বিশেষজ্ঞ সুশান্ত রায়কে সাময়িক বরখাস্ত করলো | তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের পর আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল । IMA-এর রাজ্য শাখার সভাপতি দিলীপ কুমার দত্ত ও রাজ্য সম্পাদক শান্তনু সেন , সুশান্ত রায়কে দুই পৃষ্ঠার চিঠি পাঠিয়ে এই বিষয়ে জানিয়েছেন |

চিঠিতে উল্লেখ রয়েছে , সুশান্ত রায় একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারের অধীনে রয়েছেন কারণ তিনি অপরাধের পরে আরজি করে এমসিএইচে উপস্থিত ছিলেন | যেখানে হাসপাতালের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই । এমনকি যখন হাজার হাজার ডাক্তার প্রতিবাদে রাস্তায় হাঁটছিলেন , তিনি প্রতিবাদে যোগ দেয়নি | এমনকি অভিযোগ ,
সুশান্ত রায় কিছু ডাক্তারকে ভয় দেখিয়েছিলেন যারা বিক্ষোভে যোগ দিয়েছিলেন এবং সন্দীপ ঘোষকে সমর্থন করেছিলেন ।

চিঠিতে , আইএমএ আরও উল্লেখ করেছে যে সুশান্ত রায় একটি “হুমকির সিন্ডিকেটের” “পরামর্শদাতা” হিসেবে কাজ করতেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *