September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Bank : ব্যাংকের বেসরকারিকরনের বিরোধিতায়

শিলিগুড়ি , ২৮ জানুয়ারী : ব্যাংকের বেসরকারিকরনের বিরোধিতা করে এবং নানা দাবি নিয়ে ক্লাস্টার মিট আয়োজন করল ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ব ভারত শাখা। শিলিগুড়ির একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এই সভা থেকে মূলত ব্যাংকের বেসরকারিকরণের বিরোধিতা করে যে আন্দোলন তার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

বেসরকারিকরণের বিরোধিতা , পুরোনো পেনশন স্কীম ফেরত আনা , গ্রামে ব্যাংকের শাখা বাড়ানো ইত্যাদি দাবি নিয়ে আগামী ৩০ ও ৩১ জানুয়ারী ব্যাংক বনধ এর ডাক দেওয়া হয়েছিল । তবে তার আগে RBI এর সঙ্গে আলোচনায় তাদের দাবি পূরণের আশ্বাস পেতেই বনধের রাস্তা থেকে সরে আসে তারা । কিন্তু বেসরকারিকরণের বিরোধিতা করে তাদের ধারাবাহিক আন্দোলন চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *