December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bidhan Market : দোকানের মালিকানার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি

শিলিগুড়ি , ২৬ মে : দোকানের মালিকানা নিয়ে ফের আন্দোলনের সরব হলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা । শুক্রবার শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে পৌঁছান | বাজারের দোকান ঘরের মালিকানা দাবিকে সামনে রেখে এদিন মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি প্রদান করেন তারা ।

মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্পাদক বাপি সাহা জানান , ৬২ বছর ধরে তারা মালিকানার দাবিতে লড়াই করে আসছেন | আর কোনো উন্নয়নের দরকার নেই | মালিকানার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মহকুমা শাসকের কাছে স্মারলিপি প্রদান করেন তারা | তিনি আরও জানান ভবিষ্যতেও তাদের এই আন্দোলন চলবে যতদিন মালিকানা না পাবেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *