October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Budget : বিষ কালের বাজেট দাবি শ্রমিক নেতা সমন পাঠকের

শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে যৌথভাবে বিক্ষোভ দেখাল বাম শ্রমিক সংগঠন CITU ও কংগ্রেস শ্রমিক সংগঠন INTUC। শনিবার শিলিগুড়ির সফদর হাসমিচকে হাতে ব্যানার , প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা ।

অমৃত কালের বাজেট নয় , বিক্ষোভ প্রদর্শনের পর বিষ কালের বাজেট বলে মন্তব্য করলেন দার্জিলিং জেলা বামফ্রন্টের সম্পাদক সমন পাঠক । আজ শিলিগুড়ি হিলকার্ট রোডের হাসমিচকে সমস্ত ট্রেড ইউনিয়ন গুলিকে নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করেন সমন পাঠক । কেন্দ্র সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে সেই বাজেটকে কটাক্ষ করে তিনি বলেন এই বাজেট অমৃত কালের বাজেট নয় বিষ কালের বাজেট।

এই বাজেটে গরিব মানুষদের হত্যা করা হয়েছে । এই বাজেট জনদরদী বাজেট নয় । তিনি বলেন একদিকে দেখানো হচ্ছে বাজেটে ট্যাক্স কমানো হয়েছে অন্যদিকে ইনডাইরেক্ট টেক্স দিন দিন বেড়েই চলেছে | ফলে খাদ্য দ্রব্য থেকে সমস্ত জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে । এই বাজেট সম্প্রতিক কালের সবচেয়ে খারাপ বাজেট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *