September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Road : রাস্তার কাজ শীঘ্র শুরুর দাবি

শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ি থেকে জটিয়াকালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার চার লেনের কাজ ।

অবিলম্বে কাজ শুরু করার দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । সোমবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলবাড়ী বাজার এলাকায় অবস্থান বিক্ষোভ সামিল হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাস্তার কাজ বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের | বাড়ছে দুর্ঘটনা । অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব |


এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জী , জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক , ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় , অঞ্চল সভাপতি রবিউল করিম , কিশোর মণ্ডল সুকান্ত কর সহ অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *