September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : টয়ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : দার্জিলিং এর কার্শিয়াং মহকুমার অন্তর্গত তিনধারিয়াযর ২০ মাইলে টয় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয় । বেলা দেড়টার দিকে দার্জিলিং থেকে এনজেপি যাচ্ছিল টয়ট্রেনটি  | ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয় |
তিনধারিয়ার ফাঁড়ির ওসি, এএসআই জীবন রায় জানিয়েছেন ,মৃত ব্যক্তি আনুমানিক ৭০ বছর বয়সী |নাম খড়কা বাহাদুর তামাং | তিনি তিনধারিয়া চা বাগানের বাসিন্দা।

					

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *