Khabar Samay Bangla Blog ঘটনা Death : নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার পুকুর থেকে
ঘটনা

Death : নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার পুকুর থেকে

জলপাইগুড়ি , ২৫ নভেম্বর : পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার । বিয়ে বাড়ির জল ভরতে গিয়েই চোখে পড়ে এই দৃশ্য । জলপাইগুড়ি দেবনগর এলাকায় ঘটনা ।

মঙ্গলবার সকালে খরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন দেবনগর কুমুদিনি বালিকা বিদ্যালয় এর সামনে এক পুকুরে বিয়ে বাড়ির জল ভরতে গিয়ে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা । খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা ভিড় জমান | পাশাপাশি জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ।

মৃতের পরিচয় বিভাষ মজুমদার ( ৩৩ ) | স্থানীয় সূত্রে জানা গেছে সে মানসিক ভারসাম্যহীনছিলেন । তিনি বেশ কয়েকদিন থেকে নিখোঁজ ছিলেন বলে এলাকার উপপ্রধান জানান । তবে কিভাবে তার মৃত্যু হল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version