Khabar Samay Bangla Blog অপরাধ Crime : চার পাচারকারী গ্রেপ্তার
অপরাধ

Crime : চার পাচারকারী গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৫ নভেম্বর : বেঙ্গাইজোতে অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। এরপর সেখানে একটি গাড়ি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ ।

এই ঘটনায় চার জনকে আটক করে এসএসবি। নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলে নকশালবাড়ি থানার পুলিশ চার জনকে গ্রেপ্তার করে ।

ধৃতদের নাম মহম্মদ আতিক , মহম্মদ গুডু, মহম্মদ ইয়াকুব ও মহম্মদ সুবান।

নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ট্রাক থেকে ১৩ টি মহিষ ও ১২ টি মহিষের বাছুর মোট ২৫ টি মহিষ উদ্ধার হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version