শিলিগুড়ি , ২ নভেম্বর : শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকিতে গ্রেপ্তার ফের এক বাংলাদেশী নাগরিক ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে আটক করে এসএসবি ।
ভারত এবং নেপাল সীমান্তের পানিট্যাংকির ভারতীয় সীমান্তের এক কিলোমিটারের মধ্যে তাকে আটক করে এসএসবির জাওয়ানরা।
এসএসবি সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হেমাল চন্দ্র রায় (২৬ ) । ধৃত বাংলাদেশের দিনাজপুর জেলার , কাহারোল থানা এলাকার বাসিন্দা ।
ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পত্র , একটি ভারতীয় নকল আধার কার্ড , একটি মোবাইল ।
প্রাথমিক ভাবে ধৃতকে জিজ্ঞাসাবাদে এসএসবি জানতে পেরেছে আড়াই মাস আগে সে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল । ভারতে ঢুকে সে রাজমিস্ত্রির কাজ করছিল । শিলিগুড়ি শহর বাগডোগরা সহ বিভিন্ন এলাকায় সে রাজমিস্ত্রির কাজ করছিল ।
তবে এক জায়গায় বেশি দিন থাকছিল না ধৃত । বাংলাদেশী ওই যুবক হেমাল চন্দ্র রায় সীমান্ত টোপকে কোন এলাকা দিয়ে ঢুকেছিল এবং কাদের মাধ্যমে সে সব ক্ষতিয়ে দেখছে পুলিশ | খড়িবাড়ি থানার পুলিশ আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে ।
