Khabar Samay Bangla Blog ঘটনা Snow : প্রবল তুষারপাত নাথুলা ও ছাঙ্গু এলাকায়
ঘটনা

Snow : প্রবল তুষারপাত নাথুলা ও ছাঙ্গু এলাকায়

শিলিগুড়ি , ২ নভেম্বর : নাথুলা ও ছাঙ্গু এলাকা সহ ভারত-চিন সীমান্তে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে প্রবল তুষারপাত । সাদা বরফের চাদরে ঢেকে গেছে সমগ্র এলাকা। বলা যায় তুষারপাতের মধ্য দিয়ে কার্যত শীতের আনুষ্ঠানিক আগমন হয়েছে হিমালয়ের কোলে সিকিমে।

পূর্ব সিকিমের বিখ্যাত ছাঙ্গু (চোমগো) লেক ও নাথুলা এলাকায় রাত্রি থেকেই শুরু হয় বরফ পড়া । স্থানীয়রা জানান , ভোরের দিকে চারপাশ একেবারে রূপকথার মতো সাদা বরফে ঢেকে যায়। এদিকে উত্তর সিকিমের লাচুংয়েও দেখা গেছে তুষারপাতের মনোরম দৃশ্য। বরফে ঢেকে গেছে ঘরবাড়ি, রাস্তা ও পাহাড়ের ঢাল।

শীতপ্রেমী পর্যটকদের ভিড় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে । তবে প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও গাড়িচালকদের সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে | কারণ বরফে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version