Landslide : সিকিমের বিভিন্ন জেলায় ব্যাপক ভূমিধস , বন্ধ একাধিক রাস্তা
শিলিগুড়ি , ৫ অক্টোবর : টানা বর্ষণের কারণে সিকিমের বিভিন্ন জেলায় ব্যাপক ভূমিধস ও রাস্তা বন্ধের ঘটনা ঘটেছে। সিকিম পুলিশ কন্ট্রোল রুমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গ্যাংটক জেলায় সব রাস্তা এখন সচল থাকলেও অন্যান্য জেলাগুলির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। পাকিয়ং জেলায় রিনক থেকে পেদং রোড যা পশ্চিমবঙ্গ সীমান্তে চলে তা বন্ধ রয়েছে । ২০ মাইল এলাকায়ও ভূমিধসের […]