শিলিগুড়ি , ২ এপ্রিল : তিন বছর পর সিকিমের পরিবহন দপ্তরের সঙ্গে পারস্পারিক মউ ( reciprocal agreement) স্বাক্ষরিত হতে চলেছে । আর এই মউয়ের মাধ্যমেই দুই রাজ্যে সরকারি ও বেসরকারি যান চলাচলে বেশ কিছু নতুন উদ্যোগ নিতে চলেছে দুই রাজ্যের সরকার ।
বুধবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে ওই পারস্পারিক মউয়ের বিষয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী , পরিবহন সচিব সৌমিত্র মোহন , শিলিগুড়ির মেয়র গৌতম দেব , পুলিশ কমিশনার সি সুধাকর , সিকিমের পরিবহন উপদেষ্টা মদন সেন্টুরি , পরিবহণ কমিশনার রাজ যাদব সহ দুই রাজ্যের পরিবহন সচিব , জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা ।
আগে দুই রাজ্যের মধ্যে তিন হাজার করে যাত্রীবাহী গাড়ি চলাচল করত । পর্যটক ও যাত্রীদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সেই সংখ্যা দুই রাজ্যের ক্ষেত্রে বাড়িয়ে সাড়ে চার হাজার করা হয়েছে । এছাড়াও আগামীতে দুই রাজ্যের মধ্যে দশটি করে ইলেকট্রিক বাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে । তার জন্য দুই রাজ্যই পরিকাঠামোগত উন্নয়নে জোর দেবে।