শিলিগুড়ি , ২৩ নভেম্বর : জাতীয় তদন্ত সংস্থার (NIA) পরিচয় ব্যবহার করে শিলিগুড়ি শহরে দাপিয়ে বেড়াচ্ছিল তিন যুবক । তদন্তের নামে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে পুলিশ । শেষপর্যন্ত স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে ধরা পড়ল তিন ভুয়ো অফিসার।
সূত্রের খবর , মাটিগাড়া থানা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ‘তদন্তে’ যায় ওই তিনজন । সেখানে নিজেদের NIA অফিসার দাবি করে নথি যাচাইয়ের নামে ভয় দেখিয়ে আদায় করা হয় এক লক্ষ টাকা । এরপর আবার উপঢৌকন দাবি করায় সন্দেহ জাগে ওই ব্যবসায়ীর । তিনিই প্রথম পুলিশকে বিষয়টি জানান ।
অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । দ্রুত পরিকল্পনা করে অভিযান চালায় SOG ও DD । অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হল এসান আহমেদ , রেহান বাবর এবং মানিক রায় । তাদের মধ্যে দু’জনের বাড়ি পান্জিপাড়া , আরেকজন শিলিগুড়ির ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট গাড়ি , একটি স্কুটি , নগদ ১৩ হাজার টাকা এবং ছ’টি মোবাইল ।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় । রিমান্ডে নিয়েই জিজ্ঞাসাবাদ চালাতে চাইছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট । তদন্তকারীদের দাবি আরও বড় চক্র যুক্ত থাকতে পারে , খতিয়ে দেখা হচ্ছে সবদিক ।
