December 12, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Bengal : দার্জিলিং জেলা সমতল কমিটি গঠন

শিলিগুড়ি , ১৮ ফেব্রুয়ারী : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে দার্জিলিং জেলা সমতল কমিটি গঠিত হল ।

তিস্তা রিক্রেয়েশন ক্লাব হলে এই সভা আয়োজিত হয় । ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন , এই কমিটি মূলত দার্জিলিং জেলার সমতলের প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীর অনুকূলে চালু করা হল । কর্মচারীর সমস্যা সমাধানে এগিয়ে আসবে এই নতুন কমিটি বলে জানান তিনি ।

তিনি জানান , এদিন দার্জিলিং জেলা সমতলের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে আশিস প্রামাণিককে এবং কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে বন্দনা বাগচিকে । দু’জন উপদেষ্টা মন্ডলীকে সঙ্গে নিয়ে প্রায় ৫৩ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয় ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী , রাজ্য কনভেনার প্রতাপ নায়েক সহ রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য নব্যেন্দু ভট্টাচার্য , শ্যামল পট্রানায়েক সহ অন্য বিশিষ্টরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *