December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

WARD : পুরনিগমের বিরুদ্ধে নাগরিক আন্দোলন গড়তে

শিলিগুড়ি , ১৮ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪৭ টি ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা নিয়ে পুরনিগমের বিরুদ্ধে নাগরিক আন্দোলন গড়ে তুলতে সমস্ত ওয়ার্ডে স্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল হল দার্জিলিং জেলা সিপিআইএম ।

শনিবার পুরনিগমের ৪৭ টি ওয়ার্ডেই সিপিআইএম এর কর্মীরা এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পুরনিগমের ব্যর্থতার অভিযোগ তুলে স্বাক্ষর সংগ্রহ করে | শনিবার শিলিগুড়ি পুরনিগম এর ২০ নম্বর ওয়ার্ডে সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য নিজেই ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে ও এলাকার বিভিন্ন দোকান গুলোতে গিয়ে স্বাক্ষর সংগ্রহ করেন।

এদিন অশোক ভট্টাচার্য বলেন , তৃণমূল যখন বোর্ড গঠিত করেছিল তারা সাধারণ মানুষকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল | তবে সেই প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতিও তারা বাস্তবায়িত করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *