September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : রেগুলেটেড মার্কেটে অভিযান পুলিশের , ব্রাউন সুগার সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৮ ফেব্রুয়ারী : শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে অভিযান পুলিশের , উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ প্রধান নগর থানার পুলিশ অভিযান চালায় শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে । রেগুলেটেড মার্কেটে হাত বদল হতে চলেছে নেশার সামগ্রী , এই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট থেকে ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদের বাসিন্দা তাজিবুর শেখ কে ।

পাশাপাশি ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি মোবাইল ফোন , পরিচয় পত্র ও একটি ব্লুটুথ হেডফোন । ধৃত রেগুলেটেড মার্কেটে কার কাছে হাত বদল করত এই বিপুল পরিমাণের নেশা সামগ্রী | কোথা থেকে নিয়ে এসেছিল এই নেশা সামগ্রী , সেই সমস্ত কিছুর তদন্ত শুরু করেছে পুলিশ । আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলবে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *