May 20, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Temple : পশুপতিনাথের দর্শন এবার শিলিগুড়িতে !

শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারী : নেপালের রাজধানী কাঠমান্ডু এবং মধ্যপ্রদেশ রাজ্যের পর এবারই প্রথম কাঠমান্ডুর পশুপতি নাথ মন্দিরের আদলে শিলিগুড়িতে তৈরি হয়েছে পশুপতি নাথ মন্দির । শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের সরোজিনী পল্লীতে প্রায় ৭ কাঠা জমিতে মন্দিরটি তৈরি হয়েছে । মহাশিবরাত্রি উপলক্ষে কলসযাত্রায় মধ্য দিয়ে এই মন্দিরের উদ্বোধন হয় । রাজস্থান থেকে আনা পঞ্চমুখ শিবলিঙ্গ এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে ।

নেপালের পশুপতি নাথ মন্দিরটি বাগমতি নদীর কাছে অবস্থিত । সেই আদলেই শিলিগুড়ির এই মন্দিরটি মহানন্দা নদীর কাছে স্থাপন করা হয়েছে । মন্দির নির্মাণে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে মন্দির কমিটি জানিয়েছে । মন্দিরে স্থাপিত পঞ্চমুখী শিবলিঙ্গ রাজস্থান থেকে আনা হয়েছে । ১০৮ কলস নিয়ে প্রকাশ নগর থেকে শুরু হয় যাত্রা । রবিবার থেকে ৭ দিন ধরে শিব মহাপুরাণেরও আয়োজন করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে।

মন্দির কমিটির সদস্য ক্যাপ্টেন জীবন কুমার দেওয়ান বলেন , এই মন্দির প্রতিষ্ঠা শিলিগুড়ির মানুষের জন্য সবচেয়ে বড় খুশির খবর । এই প্রথমবার শিলিগুড়িতে নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status