October 10, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Child : নিজের শিশু কন্যাকে কুয়োয় ফেলে দিল মা !

শিলিগুড়ি , ২৪ সেপ্টেম্বর : নিজের শিশু কন্যাকে কুয়োতে ফেলে দিল মা । ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় । মৃত অবস্থায় ২৫ দিনের শিশুর দেহ উদ্ধার করল দমকল কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান এলাকার কাউন্সিলার দুলাল দত্ত ।

খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে । স্থানীয় সূত্রে জানা গেছে , শিশুর মায়ের মানসিক অবস্থা ভালো নয় । এদিন এলাকার বেশ কয়েকজন দেখতে পান সেই মহিলা তার শিশু কন্যাকে কুয়োতে ফেলে দিয়েছে |

দমকল কর্মীরা তড়িঘড়ি তারা এসে কুয়োর জল পরিষ্কার করে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে । ইতিমধ্যেই মৃত শিশু কন্যার মাকে আটক করেছে পুলিশ । মৃতদেহ ময়নাতদন্ত জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *