October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Matigara : অপরাধ রুখতে আরও নতুন CCTV ক্যামেরা বসল

শিলিগুড়ি , ৪ অগাষ্ট : শিলিগুড়িতে নতুন CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার |

শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে নতুন সিসিটিভি ক্যামেরা । সেই ক্যামেরা ও তার কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী।

শুক্রবার দুপুরে শিলিগুড়ির মাটিগাড়া থানাতে ওই CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় । মোট ৮০ টি ক্যামেরা মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে | তার মধ্যে রয়েছে বিশ্বাস কলোনী , খাপরেইল মোড় থেকে খাপরেইল বাজার , বালাসন নদীর এলাকা ইত্যাদি । এর মাধ্যমে যে কোনো ধরণের অপরাধ দমন করতে সুবিধা হবে বলে জানান পুলিশ কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *