Election : দিন ঘোষণা না হলেও পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী
জলপাইগুড়ি , ১ মার্চ : লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই জলপাইগুড়িতে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী । শুক্রবার বিকেলে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিহারের পাটনা থেকে আপাতত এক কোম্পানি বাহিনী এসেছে জলপাইগুড়িতে । কিশানগঞ্জের ঠাকুরগঞ্জ এসএসবি ১৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান তারা । এসএসবি ইন্সপেক্টর জিজিংমেড বর সইকিয়া জানান , আপাতত জলপাইগুড়িতেই থাকবেন তারা […]