December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা চাল বোঝাই ট্রাকের

শিলিগুড়ি , ৩০ অক্টোবর : ভোর রাতে ভয়ানক দুর্ঘটনা জাতীয় সড়কে । বিধান নগর থেকে চাল বোঝাই করে একটি ট্রাক শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কে পাওয়ার হাউজের কাছে একটি হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে | নয়নজলিতে পড়ে যায় চাল বোঝাই ট্রাকটি । যার জেরে দুই দিকের যানবাহন চলাচল বেশকিছুক্ষণ বন্ধ ছিল । তবে কি কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও জানা সম্ভব হয়নি ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা । রাস্তার পাশে থাকা ১ লক্ষ ৩২ হাজার ভোল্টের একটি টাওয়ার ভেঙ্গে যায় । ট্রাক দুর্ঘটনার ফলে তড়িঘড়ি বিদ্যুত সংযোগ বিছিন্ন করে দেওয়া হয় ।

ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সমস্ত লাইন কেটে দেওয়ার পরেই যানবাহন চলাচল স্বাভাবিক হয় । তবে হতাহতের কোন খবর নেই | দীর্ঘ কয়েক ঘণ্টা জাতীয় সড়ক বন্ধ হয়ে থাকে । তবে ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয় । ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সেই গাড়ি চালক ও মালিকের খোঁজ শুরু করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *