December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : চায়ের দোকানের আড়ালে মদের ব্যবসা , গ্রেপ্তার

শিলিগুড়ি , ৩০ অক্টোবর : শ্যামা পূজার প্রাক্কালে অবৈধ কার্যকলাপ রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা । তাদের লাগাতার প্রচেষ্টায় উদ্ধার হচ্ছে বিভিন্ন এলাকা থেকে মদ সহ একাধিক নেশার সামগ্রী ।

গোপন সূত্রে খবর আসে চায়ের দোকানের আড়ালে মদের ব্যবসা করছে এক ব্যবসায়ী । সেই মতো এনজেপি থানার পুলিশ এনজেপি সংলগ্ন ডি এস কলোনী এলাকায় ওই দোকানের উপরে নজরদারি চালায় এজেপি থানার সাদা পোশাকের পুলিশ ।

ক্রেতা সেজে মদ কিনতে গিয়ে হাতেনাতে ধরে ওই অভিযুক্মত মদ ব্যবসায়ী শংকর মাহাতোকে । অভিযুক্তর চায়ের দোকান থেকে থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে দেশি ও বিদেশী মদ। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *