November 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Death : বেসরকারি রিসর্ট কর্মীর রহস্য মৃত্যু !

শিলিগুড়ি , ৭ নভেম্বের : বেসরকারি রিসর্ট এর এক কর্মীর রহস্য মৃত্যু | ঘটনাটি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার বীরসিং জোতের । বুধবার রাতে ওই রিসর্ট এর এক কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এর সৃষ্টি হয় । মৃতের নাম সুরজ লামা সে শিবখোলার বাসিন্দা ।

গত ৩ মাস থেকে ওই রিসর্ট এ কুকের কাজ করতেন সুরজ । এদিন লোহার গেট শরীরের ওপর পড়েই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এমনটাই দাবি করেছেন রিসর্টের মালিক ।

তবে মৃতের পরিবারের অভিযোগ , শরীরের ওপর গেট পড়লে শুধু মাথায় চোট কিভাবে হয় | পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে । এই ঘটনায় বেশকয়েক জন জড়িত থাকতে পারে বলে বিষ্ফোরক অভিযোগ মৃতের শ্বশুরের ।

রিসর্টের মালিকের দাবি , খাবার খেতে এসে লোহার গেট চাপা অবস্থায় দেখতে পান তিনি । ঘটনাস্থলে তার মৃত্যু হয় । ঘটনার পর নকশালবাড়ি পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ তদন্ত করবে ।

খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে । পরে ঘটনাস্থলে আসেন এসডিপিও নকশালবাড়ি ও সিআই নকশালবাড়ি । রিসর্ট হ‌ওয়ার পরেও নিরাপত্তা রক্ষী ও সিসিটিভি খারাপ থাকায় রিসর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো । ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ পরিস্কার হবে । পুলিশ তদন্ত শুরু করেছে |

অন্যদিকে এদিন ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিম । রাতভর ঘটনাস্থলে পুলিশী প্রহরার পর আজ ঘটনাস্থলে আসে জলপাইগুড়ির ফরেন্সিক টিম । চার সদস্যের এই টিম এদিন ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ করে । এদিন সকাল থেকেই থমথমে রয়েছে এলাকা । এদিন নমুনা সংগ্রহের সময় উপস্থিত এসডিপিও নকশালবাড়ি , সিআই নকশালবাড়ি সহ নকশালবাড়ি থানার আধিকারিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *