December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪

শিলিগুড়ি , ৭ নভেম্বর : অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ৪ দুস্কৃতী | গতকাল রাতে ভারত নগর জোড়াপানি ব্রিজের কাছ থেকে এই চার দুস্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিশ |

গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশের এই অভিযান | পুলিশ সূত্রে জানা গেছে , প্রায় ৯ থেকে ১০ জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল | পুলিশের গাড়ি দেখে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয় | চারজন পালাতে পারেনি | ধরা পড়ে পুলিশের জালে | এদের আজ শিলিগুড়ি আদালতে তুলে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *