Police : মধু চক্রের মূল পান্ডা গ্রেপ্তার
শিলিগুড়ি , ২ মার্চ : বিহার থেকে অপরেট করে শিলিগুড়িতে চালান হচ্ছিল মধুচক্র , গ্রেপ্তার মধু চক্রের মূল পান্ডা ।গত বছর ডিসেম্বর মাসের ২২ তারিখ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়িতে অভিযান চালায় শিলিগুড়ি মহিলা থানার পুলিশ | সেই অভিযানে মধুচক্র চালানোর অভিযোগে দুই ব্যক্তি সহ এক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ । তাদেরকে জিজ্ঞাসাবাদ […]
