শিলিগুড়ি , ২৬ ফেব্রুয়ারী : কিস্তিতে বাড়ি বানিয়ে দেওয়ার নাম করে শিলিগুড়ি সহ রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে প্রতারণা করার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।
একটি কোম্পানি তৈরি করে দীর্ঘদিন ধরে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় কিস্তিতে বাড়ি বানিয়ে দেওয়ার নাম করে জাল বিছিয়েছিল শিলিগুড়ি পুরনিগমের নর্মদা বাগান এলাকার বাসিন্দা উজ্জ্বল চাকী । এই খপ্পরে পড়ে নিউ জলপাইগুড়ি এলাকার বেশ কয়েকটি পরিবার বাড়ি বানানোর জন্য অগ্রিম দেয় ওই ব্যক্তিকে । অভিযোগ শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে টাকা নেওয়ার পর সামান্য কিছুটা বাড়ি তৈরির কাজ করে বেপাত্তা হয়ে যায় ওই ব্যক্তি । এরপর তার সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করাটা হলেও ওই ব্যক্তি ধরা দিচ্ছিল না বলে অভিযোগ ।
শেষমেশ শনিবার রাতে সাউথ কলোনী এলাকার স্থানীয় ব্যক্তিরা বাড়ি তৈরির কাজ করানোর নাম করে তাকে ডাকলে ওই ব্যক্তি আসলে তাকে ধরে ফলে এলাকার মানুষরা । এরপরই স্থানীয়রা নিউ জলপাইগুড়ি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত উজ্জ্বল চাকী ও তার ছেলে শুভজিৎ চাকি কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি এলাকাবাসীরা সমস্ত তথ্য দিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।